শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনলাইন-বেজড প্রফেশনালস ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনার অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৭, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। এ খাতে নতুন প্রজন্মকে সংশ্লিষ্ট করার জন্য বর্তমান সরকারের পাশাপাশি সিনিয়র ফ্রিল্যান্সাররাও নানা উদ্যোগ নিয়েছে।

১৬ সেপ্টেম্বর রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগে কুমিল্লা অনলাইন প্রফেশনালস ফোরাম এবং সিএসই সোসাইটির উদ্যোগে অনলাইন-বেজড প্রফেশনালস ক্যারিয়ার কাউন্সিলিং সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের চেয়ারম্যান মো: কামাল হোসাইন চৌধুরী, সভাপতিত্ব করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী, ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে বক্তব্য প্রদান করেন ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট ও আপওয়ার্কের টপরেটেড ফ্রিল্যান্সার কৌশিক চন্দ্র চন্দ, এফিলিয়েট মার্কেটার মাসুম বিল্লাহ ভূইয়া এবং এফিলিয়েট ও এসইও এক্সপার্ট এবং বেসিস এ্যাওয়ার্ড বিজয়ী রনি জাহিদ।

আরো উপস্থিত ছিলেন টপ রেটেড ফ্রিল্যান্সার সুশান্ত চন্দ্র সাহা, সুব্রত চক্রবর্তী, আলাউদ্দিন সরকার, শিশির খান এবং কুমিল্লা বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগের ছাত্রছাত্রীগণ।

আর পড়তে পারেন