বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীর বিভিন্ন স্কুল,মাদ্রাসা,কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩১, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েব মোকাবেলায় কুমিল্লা নগরীতে বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) নগরীর রেসিডেন্সিয়াল স্কুল, ইকরা স্কুল ও মাদ্রাসা, এ.বি কোচিং, ই-হক কোচিং, ইউ.সি.সি কোচিং সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনি রায়, মাহমুদুল হাসান রাসেল ও তানজিমা আঞ্জুম সোহানিয়া। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন আনসার ও পুলিশ বিভাগের সদস্যরা।

এসময় নগরীর বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখিত স্কুল, মাদ্রাসা ও কোচিং এই মর্মে অঙ্গীকার করেন যে, সরকারের নির্দেশনা মানতে তারা বাধ্য থাকবে মর্মে আজ তাদের সমস্ত প্রশাসনিক কাজ শেষ করে আগামীকাল থেকে যেকোন পাঠদান কার্যক্রম বন্ধ রাখবেন। আগামীকাল থেকে কোন স্কুল, মাদ্রাসা,কোচিং খোলা থাকলে আইন মোতাবেক জরিমানা,কারাদন্ড ও সীলগালা করা হবে।

জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

আর পড়তে পারেন