শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কুমিল্লা টাউন হলে দুর্গন্ধে টেকা দায়!

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২১, ২০১৯
news-image

 

মাছুম কামালঃ

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কুমিল্লা টাউন হল। কুমিল্লা টাউন হল নামে পরিচিত কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার মিলনায়তনের নাম। এটি কুমিল্লার যেকোনো অনুষ্ঠান আয়োজনের অন্যতম ভেন্যু। বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন, ঐতিহাসিক সিদ্ধান্তের আঁতুড়ঘর এই টাউন হল মিলনায়তন।

এ ছাড়া মহান মুক্তিযুদ্ধের স্মরণে এখানে রয়েছে স্মৃতিসৌধ এবং ভাষাশহীদদের স্মৃতি রক্ষার্থে রয়েছে শহীদ মিনার। অথচ এই শহীদ মিনারের পাশেই প্রস্রাবের গন্ধে টেকা দায়।

বুধবার (১৯ নভেম্বর) সরেজমিনে দেখা গেছে, মিলনায়তনের শহীদ মিনারের পূর্ব পাশে কান্দিরপাড় জামে মসজিদ সংলগ্ন জায়গাটিতে অনেকেই দাঁড়িয়ে-বসে প্রস্রাব করছেন। যার ফলে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। বাঁধা দেওয়ার কেউ নেই। আর যারা এ কাজ করছেন, তাদেরও কোনো হুশ নেই।

কথা হয় টাউন হলের অস্থায়ী দোকানগুলোতে আসা কয়েকজনের সঙ্গে। তাঁরা বলেন, ‘অনেক দিন ধরেই আমরা এখানে আসি। অনেকেই এখানে প্রস্রাব করেন। এটা দেখতে খুবই খারাপ লাগে।’

অথচ কোনো নিষেধাজ্ঞা না থাকলেও নৈতিকভাবে হলেও এখানে প্রস্রাব করার কথা নয়—বলছেন কুমিল্লার রানীরদীঘিরপাড় এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন। তিনি বলেন, ‘এখানে তো দুর্গন্ধে দাঁড়ানোই যায় না। আর এভাবে প্রকাশ্যে দাঁড়িয়ে প্রস্রাব করাটাও দৃষ্টিকটু।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা ভেবেছি। এখানে সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা ১ শতাংশ জায়গা নিয়ে একটা পাবলিক টয়লেট করতে চেয়েছি এবং আমার কাছে সেই পরিমাণ বরাদ্দও আছে। কিন্তু এখানে কুমিল্লা ক্লাবসংশ্লিষ্ট যাঁরা আছেন, তাঁরা চান না এখানে পাবলিক টয়লেট হোক। তাঁরা মনে করেন, এতে ক্লাবের সৌন্দর্য নষ্ট হবে। যে কারণে আমরা এটা করতে পারছি না। তবে তাঁরা রাজি হলে আমি এক মাসের মধ্যেই এখানে টয়লেট নির্মাণের কাজ শুরু করতে পারব।’

আর পড়তে পারেন