শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীতে ২২০ জন দিনমজুরের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ২, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় কান্দিরপাড় এলাকায় টুকরি-কোদাল নিয়ে আসা ২২০ জন দুর্দশাগ্রস্ত, কর্মহীন, খেটে খাওয়া দিনমজুর এবং শ্রমিকের মাঝে মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী (ত্রান সামগ্রী) বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে নগরীর টাউন হল মাঠে প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাৎ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর মো জিয়াউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আনজুম সোহানীয়া, অতীশ সরকারসহ আরো অনেকে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাৎ হোসেন বলেন, বর্তমানে ঊর্ধ্বমুখী কোভিড-১৯ এর প্রকোপ কমাতে চলমান লকডাউনে সবচেয়ে দুর্ভোগ পোহাচ্ছেন দেশের নিম্ন আয়ের খেটে খাওয়া দিনমজুরগণ। কুমিল্লা শহরের কান্দিরপাড় এলাকায় তাৎক্ষণিকভাবে এমনই ২২০ জন দুর্দশাগ্রস্ত, কর্মহীন, খেটে খাওয়া দিনমজুর এবং শ্রমিকের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। জেলা প্রশাসন, কুমিল্লা জুলাই ২০২১ মাস থেকে প্রায় ৫৫০০ প্যাকেট বিতরণ করেছে। প্রতি প্যাকেটে ৬ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবনসহ ১১ কেজি।

আর পড়তে পারেন