বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীতে ব্যাটারি চ্যালিত রিক্সা থেকে ব্যাটারি ও মোটর অপসারণে অভিযান

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৭, ২০২১
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাটারি চ্যালিত রিক্সা থেকে ব্যাটারি অপসারণ সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রমের সমাপ্তি শেষে কুমিল্লা নগরীর বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল সংখ্যক রিক্সা থেকে ব্যাটারি অপসারণ করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায়।

নগরীজুড়ে অভিযানে ব্যাটারি চ্যালিত রিক্সা থেকে ৬৮টি ব্যাটারি ও ১৭টি মোটর অপসারণ করা হয়।

মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন জেলা আনসার বিভাগের সদস্যরা। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন এ কাজে সহায়তা করেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ জানান, কুমিল্লা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: আবুল ফজল মীর মহোদয়ের নির্দেশনা মোতাবেক জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন