শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীতে পরিমাপে কারচুপি এবং মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অভিযোগে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৫, ২০১৯
news-image

 

মাছুম কামাল:

কুমিল্লা নগরীতে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, কু‌মিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে সোমবার তদার‌কিমূলক বাজার অ‌ভিযান ও অ‌ভি‌যোগ তদন্ত করা হয়। এসময় পরিমাপে কারচুপির অভিযোগে মদিনা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অভিযোগে শাওন ড্রাগ হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, পেশায় গাড়ী চালক মিজানুর রহমান না‌মের একজন ভোক্তা গত ৯ অক্টোবর  এক‌টি লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রেন যে, তিনি রাণির বাজার এলাকার ম‌দিনা এন্টারপ্রাইজ না‌মের এক‌টি মসলা চুড়া‌নোর মি‌লে ১ কে‌জি জিরা চুড়‌া‌তে যান কিন্তু কর্তৃপক্ষ তা চু‌ড়া‌নোর পর মাত্র ৪৪০ গ্রাম সরবরাহ ক‌রেন। তি‌নি প্র‌তিবাদ করা‌তে মিল কর্তৃপক্ষ পুনরায় মে‌শিন চালু ক‌রে আরও ১০০ গ্রাম দেন। অর্থাৎ ১ কে‌জি জিরার প‌রিব‌র্তে তা‌কে দেওয়া হয় ৫৪০ গ্রাম। ফ‌লে প্র‌তিশ্রুত পণ্য যথাযথভা‌বে না পাওয়ায় তিনি এ দপ্ত‌রে লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রেন।

অভিযোগ প্রমা‌ণিত হওয়ায় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আই‌নের ৪৫ ধারায় (প্র‌তিশ্রুত পণ্য যথাযথভা‌বে সরবরাহ না করায়) প্র‌তিষ্ঠান‌টি‌কে ১০ হাজার  টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভি‌যোগকারী  মিজান আই‌নের ৭৬(৪) ধারার বিধান ম‌তে  আড়াই হাজার টাকা নগদ পান।

এসময় বাজার অভিযানের অংশ হিসেবে রাণীর বাজার এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও ফি‌জি‌শিয়ান স্যাম্পল বি‌ক্রির অ‌ভি‌যো‌গে মেসার্স শাওন ড্রাগ হাউজ‌কে ২০ হাজার  টাকা জ‌রিমানা করা হয়।

কু‌মিল্লা সি‌টি ক‌র্পো‌রেশ‌নের স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ও নিরাপদ খাদ্য প‌রিদর্শক মেজবাহ উ‌দ্দিন এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম অভিযানে উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন