বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীতে তায়কোয়ানডো এসোসিয়েশনের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৩, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা তায়কোয়ানডো এসোসিয়েশনের উদ্যোগে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

তায়কোয়ানডো এসোসিয়েশনের প্রশিক্ষক রাহিমা ইসলাম রিপার তত্বাবধানে এবং স্টেশন রোডের ফারজানা স্টোরের মালিক হাজী দুদু মিয়ার অর্থায়নে তায়কোয়ানডোর সদস্যরা বাগিচাগাঁও স্টেশন রোড এলাকা, পশ্চিম বাগিচাগাঁও জামে মসজিদ সংলগ্ন এলাকা ও বাগিচাগাঁও গাজী বাড়িতে মোট ১১০ টি দরিদ্র পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রতিটি পরিবারকে চাল, ডাল, ছোলা, পোলাওর চাল, পেয়াজ, আলু, লবন, মরিচ, হলুদ, সেমাই, মুড়ি, চিনি ও চাল প্রদান করা হয়।

এসময় তায়কোয়ানডো এসোসিয়েশনের প্রশিক্ষক ইসরাত জাহান রিয়া, নাফিউল আলম, আবু জায়েদ খান, মেহেদী হাসান এবং এলাকার জিয়াউর রহমান চার্চিল সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।তায়কোয়ানডো এসোসিয়েশনের প্রশিক্ষক রাহিমা ইসলাম রিপা জানান গত বছরের লকডাউনেও সংগঠনটি অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। আগামিতেও তারা খাদ্য সামগ্রী বিতরনের কার্যক্রম অব্যাহত রাখবেন।

জানা যায়, কুমিল্লা তায়কোয়ানডো এসোসিয়েশনের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতিমধ্যে কুমিল্লার জন্য সুনাম বয়ে এনেছে। সামাজিক দায়বদ্ধতা, তারুণ্য ও অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে সমাজের অসহায় পরিবারগুলোর পাশে দাড়িয়েছে।

তায়কোয়ানডো এসোসিয়েশনের প্রশিক্ষক নাফিউল আলম বলেন, এ সংগঠনটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক তাহসীন বাহার সূচনা ও সাধারণ সম্পাদক মো. রাসেল উদ্দিন মজুমদার।

আর পড়তে পারেন