বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা নগরীতে টয়লেটের পাশে খাবার, ভ্রাম্যমাণ আদালত জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পঁচা বাসি খাবার রাখার দায়ে নগরীর ২টি রেস্টুরেন্টকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল দুপুরে কুমিল্লা নগরীর বেশ কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি রেস্টুরেন্ট থেকে উদ্ধার করা হয় পঁচে যাওয়া মাংস, আর এক সপ্তাহ আগের বাসি খাবার।

অস্বাস্থ্যকর ও নিম্ন মানের খাবার রাখার দায়ে নগরীর শর্মা হাউজ রেস্টুরেন্ট এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিকরণ ও রান্নাঘরে খোলা টয়লেট থাকায় শহরের রাজগঞ্জ বাজারসংলগ্ন “ডায়না” হোটেলে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর, দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, ‘৭ দিন আগে যেসব খাবার তৈরি করা হয়েছে সেগুলো রাখা হয়েছে অত্যন্ত নোংড়া পরিবেশ টয়লেটের পাশে।

আর পড়তে পারেন