মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা ধর্মসাগরের দৃষ্টিনন্দন নগর উদ্যান

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৬, ২০১৯
news-image

 

 

স্টাফ রিপোর্টার:

রূপে গুণে বর্ণিল ধর্মসাগরের কুমিল্লা নগর উদ্যান। আধুনিক ডিজাইন আর নজরকাড়া রংয়ের এক অপূর্ব মিশেল। দূর থেকে দেখলে মনে হয় আচ্ছাদিত রূপে বর্ণিল এক নগর উদ্যান। ঝলমলে আলোকসজ্জার পাশাপাশি পুন:সংস্কারে নান্দনিক হয়ে উঠেছে নগর উদ্যানটি। মনোরম পরিবেশের কারণে বেড়েছে দর্শনার্থীর সংখ্যাও।

 

কুমিল্লার বাদুরতলা মহিলা মহাবিদ্যালয়ের পাশ ঘেঁষে ধর্মসাগরে প্রবেশ করলেই মূল ফটকের দেয়ালে দৃষ্টিনন্দন কারুকার্য চোখে পড়বে। একটু এগিয়ে গেলে আরো দেখা পাওয়া যাবে বাহারি নকশার বেঞ্চ।

 

জানা গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর নিজস্ব অর্থায়নে কুমিল্লা নগর উদ্যানের পুন:সংস্কারের কাজটি করেছেন মেসার্স ভূইয়া বিল্ডার্স। তিনটি ভাগে বিভক্ত করা সংস্কার কাজটির জন্য প্রায় ৬২ লাখ টাকা খরচ হয়েছে। নগর উদ্যানের সৌন্দর্য বর্ধনে কাজটি করেন কুমিল্লার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনন্সটিটিউটের শিক্ষার্থী জোনায়েদ মোস্তফা।

 

 

 

কুমিল্লা ধর্মসাগরপাড়ে ঘুরতে আসা বিল্লাল হোসেন জানান, সংস্কারের পর ধর্মসাগর ও নগর উদ্যান এখন দেখতে ছবির মতো হয়েছে। পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসে ভালোই লাগছে।

 

 

আর পড়তে পারেন