শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা থেকে অপহৃত শিশু নারায়ণগঞ্জে উদ্ধার, আটক-৩

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৪, ২০১৭
news-image

 

আরিফুর রহমান মজুমদারঃ

কুমিল্লার মুরাদনগর থেকে অপহৃত নয়ন নামে ৫ বছর বয়সের এক শিশুকে অপহরণের ৩ দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারি চক্রের প্রধান এক নারীসহ ৩ জনকে আটক করা হয়।

শুক্রবার (৪ আগষ্ট) র‌্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লাস্থ কার্যালয় থেকে প্রেরিত এক ক্ষুদে বার্তায় এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ , সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার।

জানা যায়, মুরাদনগর উপজেলার উত্তরকান্দি গ্রামের হেলাল উদ্দিনের বাড়িতে গত সোমবার রাতে একটি কন্যা সন্তান সঙ্গে নিয়ে অসহায় বেশে এক নারী রাতে থাকার জন্য আশ্রয় চায়। বাড়ির লোকজন অসহায় ভেবে ওই নারীকে আশ্রয় দেয়। পরদিন মঙ্গলবার দুপুর পর্যন্ত ওই বাড়িতে অবস্থান করে সুযোগ বুঝে ওই প্রতারক নারী বাড়ির মালিক হেলাল উদ্দিনের শিশু ছেলে নয়নকে নিয়ে পালিয়ে যায়।

মঙ্গলবার রাতে ওই নারী ফোন করে তার ছেলে নয়নকে ফিরে পেতে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করার পর তিনি থানায় মামলা দায়ের করেন। খবর পেয়ে র‌্যাব ওই শিশুকে উদ্ধারে অভিযান শুরু করে।

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের ৩ জনকে আটক করা হয়েছে।

আর পড়তে পারেন