মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা জাঙ্গালিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৩, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার জাঙ্গালিয়াস্থ ময়নামতি রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় সাইফুল ইসলাম সোহাগ (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃস্পতিবার বিকাল সাড়ে ৪টায় এ দূর্ঘটনার ঘটে। নিহত সাইফুল ইসলাম নগরীর ২১নং ওয়ার্ডের জাঙ্গালিয়া গ্রাম কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল হালিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল অনুমান সাড়ে ৪টায় বাড়ীর উদ্দেশ্যে পায়ে হেটে জাঙ্গালিয়া পুরাতন স্টেশন অতিক্রম করতেই চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় রক্তাক্ত জখম হয়। তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা ট্রমা সেন্টারে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

কুমিল্লা জিআরপি ফাঁড়ির ইনচার্জ মিছবাহুল আলম চৌধুরী বলেন, জাঙ্গালিয়ায় দূর্ঘটনার বিষয়টি জানা নেই। নিহত সাইফুল ইসলাম সোহাগ জাঙ্গালিয়া স্টেশন মসজিদ সংলগ্ন হালিম এন্ড সন্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও এক ছেলে (৪) রেখে গেছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাঙ্গালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

আর পড়তে পারেন