শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা চিড়িয়াখানার আহত মা হরিণ অবশেষে মারা গেছে

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১, ২০১৯
news-image

 

আশিকুর রহমান আশিকঃ

কুমিল্লা চিড়িয়াখানার হরিণের শূন্য খাচায় কয়েকদিন আগে আনা হয়েছিল ৩টি হরিণ । এর মাঝে গর্ভ অবস্থায় ছিলো একটি হরিণ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাচ্চা জন্মের পর  মা হরিণ তার বাচ্চা নিয়ে বসেছিল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ অসুস্থ হয়ে পরে মা হরিণ আর উঠতে পারছেনা । গাড়িপথে আনার সময় আঘাত পাবার কারনে হরিণটি অসুস্থ হয়ে পড়ে।  কিন্তু তার নবজাতক শিশুটিকে জীবনের যেটুকু শক্তি আছে তা থেকেই চেষ্টা করে শিশু সন্তানকে পা তুলে দিয়ে দুধ খাওয়ানোর জন্য, যা সত্যি অবাক করার মতো দৃশ্য ছিলো, আমরা তাকিয়ে ছিলাম, মা- সন্তানের জন্য কি না করতে পারে নিজের জীবনের বিনিময়ে।

হরিনটি গাড়িতে করে চিড়িয়াখানা নিয়ে যাবার সময় কিছু আঘাত পাওয়ার কারণে হরিনটি অসুস্থ অবস্থায় একটি বাচ্চা জন্ম দিয়েছে চিড়িয়াখানায়।

কুমিল্লা চিড়িয়াখানার ইজারদার মোঃ আনিসুর রহমান জানান, আজ ৩১ জানুয়ারি মা হরিণটি মারা গেছে।  তার বাচ্চা হরিণের জন্য তিনি দৈনিক ৫০০ গ্রাম করে আপাতত গরুর দুধের ব্যবস্থা করেছেন যা ফিটারে করে বাচ্চাটিকে খাওয়ানো হবে।

আর পড়তে পারেন