শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনালে মালিক শ্রমিক বিরোধী আইন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৩, ২০১৭
news-image

রকিবুল হাসান রকি, সদর দক্ষিণ:
কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনাল জাঙ্গালীয়ায় সড়ক পরিবহন আইন- ২০১৭ এর খসড়ায় পরিবহন মালিক শ্রমিক স্বার্থ বিরোধী কালো -আইন বাতিলের দাবীতে গতকাল রবিবার সকাল ১০ টায় কুমিল্লা জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (২০২৬) এর সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক কাজী মোতাহার হোসেন, কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন (৯৩৮) এর সভাপতি গোলাম রসুল, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক তাজুল ইসলাম, জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন (২০২৬) কার্যকরী কমিটির সভাপতি আজাদ হোসেন, সহ- সভাপতি আবদুল মজিদ খোকন, ইউনুছ, সহ- সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, সেলিম আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক বাবুল, প্রচার সম্পাদক আবদুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন (৯৩৮) এর সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ- সভাপতি খলিলুর রহমান, মনির, মফিজুল ইসলাম সহ কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন, কুমিল্লা জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সহ সকল পরিবহন শ্রমিক ইউনিয়নের অনুমোদিত লিয়াজো অফিসের নেতৃবৃন্দ ও তাদের আওতাধীন বিভিন্ন সার্ভিসে কর্মরত শ্রমিকবৃন্দ ।

আর পড়তে পারেন