শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা উদ্ভাবিত ফসলের সম্প্রসারণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালাও বীজ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১১, ২০১৭
news-image

মো.আরিফুর রহমান মজুমদার:
কুমিল্লা উদ্ভাবিত ডাল তেলবীজ এবং দানাজাতীয় ফসলের সম্প্রসারণযোগ্য জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতিএবং নতুন শস্য বিন্যাস অন্তর্ভূক্তিকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালাও বীজ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলে কুমিল্লা বিনা উপকেন্দ্রে। অর্থায়নে-পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে কৃষিতাত্বিক ব্যবস্থাপনার মাধ্যমে ডাল, তেলবীজ এবং দানাজাতীয় ফসলের উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত উদ্ভাবন। অনুষ্ঠানে ৩টি জেলা থেকে ৪১টি উপজেলার কৃষি কর্মকর্তাসহ কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা থেকে সাধারণ কৃষকগণ উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালক ড. আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-কৃষিবিদ যুগল পদ দে, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা। বিশেষ অথিতি ছিলেন মোহাম্মদ আসাদুল্লাহ , উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষিবিদ আলী আহাম্মদ, উপ-পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর, ড. মির্জা মোফাজ্জল ইসলাম, পিএসও এবং বিভাগীয় প্রধান, উদ্ভিদ প্রজনন বিভাগ, বিনা, ড. মো. মুনজুরুল ইসলাম, পিএসও এবং বিভাগীয় প্রধান, কৃষিতত্ব বিভাগ, বিনা। স্বাগত বক্তব্য রাখেন মোসা. সিফাতে রাব্বানা খানম, এসএসও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিনা উপকেন্দ্র, কুমিল্লা। এতে আরো উপস্থিত ছিলেন, কৃষিবিদ শাহনাজ বেগম চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা, শাহনাজ রহমান আদর্শ সদর উপজেলা, এহতেশাম রাসুলে হায়দার হাইমচর উপজেলা, মো. তারিক মাহমদুল ইসলাম বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আর পড়তে পারেন