শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা ইপিজেডের আগুন ছড়িয়ে পড়ছে

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৯, ২০১৯
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ
কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলসে আগুন লেগেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে কারখানার গোডাউন থেকে সূত্রপাত হওয়া আগুন রাত ১২টায়ও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

সময় বাড়ার সাথে সাথে ক্রমেই আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে। প্রচণ্ড ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো ইপিজেড এলাকা।

বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি’র (বেপজা)র সোস্যাল কাউন্সিলর সোহেল মিয়া জানান, রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকরা যখন তাদের শিফটের কাজ শেষ করে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন কোম্পানির গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় ফায়ার এলার্ম বেজে উঠলে শ্রমিকরা নিরাপদে কর্মস্থল ত্যাগ করতে পারেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু বলা যাচ্ছে না।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আলমগীর হোসেন জানান, ইপিজেডের কারখানার আগুন নিয়ন্ত্রণে কুমিল্লা ফায়ার সার্ভিসসহ বিভিন্ন ফায়ার স্টেশনের ১৪টি ইউনিট কাজ করছে।

আর পড়তে পারেন