শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা ইপজিডে আরএন স্পিনিং মিলে আগুন: প্রানহানী হয়নি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৯, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা ইপজিডেটের আরএন স্পনিং মলি নামের একটি সুতা কারখানায় আগুন লেগেছে। সোমবার রাত সাড়ে ৯ টার সময় ওই আগুসের সূত্রপাত হয়ে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করেছে। রাত সাড়ে ০২ টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসেনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা কার্যালয়ের সহকারি পরিচালক রতন কুমার নাথ।

তিনি বলেন, প্রথমে ঘটনাস্থলে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের ৩ টি ইউানট। পরে আগুনের ভয়াবহতার কারনে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৭ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। আগুন লাগার কারন ও ক্ষতির পরিমান তিনি তাৎক্ষনিক জানাতে পারনেনি। এ দিকে কুমিল্লা পুলশি সুপার সৈয়দ নুরুল ইসলাম ইপজিডে গেইটে সাংবাদিকদের জানিয়েছেন, কারখানার অ্যাক্রোলিক ডিভিশনে আগুন লাগার ঘটনা ঘটে, তবে আগুন লাগার কারন জানা যায়নি। আগুনে কেউ আহতের কোনো খবর পাওয়া যায়নি। ইপিজেডের বাইরে উৎসুক হাজারো মানুষরে ভিড় দেখা গেছে।

তিনি আরো জানান, কারখানাটিতে ১২শ শ্রমিক ছিল। তবে যখন আগুন লাগে তখন শ্রমিকদের শিফট চলছিল। এসময় সকল শ্রমিকই নিরাপদে বের হয়ে যায়। এছাড়া কারখানাটি একতলা হওয়ায় শ্রমিকরা সহজে বের হয়ে যেতে পারে। আগুন লাগার কারন তদন্ত সাপেক্ষে জানা যাবে।

আর পড়তে পারেন