শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটির কমিটি গঠন ।। সভাপতি আদনান, সম্পাদক সানি

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০১৭
news-image

 

শাহাদাত বিপ্লব, কুবি ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিতর্ক সংগঠন ‘কুমিল্লা ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি’র ১ম কার্যনির্বাহী পরিষদ (২০১৭-২০১৮) গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের আদনান কবির ও সাধারণ সম্পাদক হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের মো: রাজিব হোসেন সানি। মঙ্গলবার সন্ধ্যায় সমাজবিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ১৯ সদস্যের এ পরিষদ ঘোষণা করেন ডিবেটিং সোসাইটির আহবায়ক ইসরাত জাহান লিপা।

পরিষদের অন্যান্য সদস্যরা হলেন, বিথী আক্তার, ফয়জুর রহমান তন্ময় ও কাশপিয়া মাহজুবা (সহ-সভাপতি), আল ইমরান, মো: আবদুল আজিজ, আসমা আক্তার (যুগ্ম সাধারণ সম্পাদক), মো: আলী হোসেন (প্রচার ও প্রকাশনা সম্পাদক), লিউজা আক্তার (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মো: ইমরান হোসাইন (সংস্কৃতি ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক), ফারিদ মোস্তাকিম (অর্থ সম্পাদক), মো: নাজমুল হোসেন (দপ্তর সম্পাদক), সাদিয়া আফরিন দীপা (প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক), দীপ্ত ব্রত দাস (তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), মো: আব্দুর রহমান, শরীফুল ইসলাম, সানজানা আফরিন ও ফারজানা ইসলাম (কার্যনির্বাহী সদস্য)।
পরিষদ ঘোষণার সময় ডিবেটিং সোসাইটির মডারেটর ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মো: আসাদুজ্জামান এবং উপদেষ্টা ও একই বিভাগের শিক্ষক আবদুর রহমান উপস্থিত ছিলেন। চলতি বছরের জুলাই থেকে শুরু হয়ে ২০১৮ এর জুন পর্যন্ত মেয়াদকালের জন্য এ কমিটি গঠন করা হয়েছে

আর পড়তে পারেন