শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস-এ স্বরস্বতী পূজা উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১১, ২০১৯
news-image

 

মো: আবদুল আউয়াল সরকার ঃ
স্বরস্বতী পূজা করলে বিদ্যালাভ হয়। পূজা করার মূল কথা হলো জ্ঞানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা, জ্ঞান অর্জনে আগ্রহী হওয়া।

রবিবার কুমিল্লা ইন্সস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ঠাকুরপাড়া কুমিল্লায় হিন্দুধর্মাবলম্বি শিক্ষার্থীরা নানা আয়োজনে স্বরস্বতী পূজা উদযাপন করেছে।

ঠাকুরপাড়া পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক পিযুষ কান্তি সরকার, হিসাবরক্ষণ কর্মকর্তা সৈকত বড়–য়া বাপ্পা, শিক্ষার্থীদের মধ্যে নিমাই সরকার, হৃদয় রায়, অনির্বান রায়, জয়দেব সূত্রধর, সুদেব কর, বিপ্লব দত্ত, জনী চন্ড শীল, প্রণয় সরকার, সুপ্রিয়া নন্দি, প্রান্ত পাল, পলাশ সরকার, সম্পদ দেবনাথ, শংকর দেবনাথ, দেবাশীষ, ভজন দাস, সজীব, সাথী রাণী দাস, অরিপ রাণী দাস, জ্যোতি সেন, শিমুল চন্দ্র দাস, অন্তু কর্মকার, জয় চন্দ্র সরকার, রিপন ভৌমিক।

আর পড়তে পারেন