বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৩ শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পাস করেনি

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৭, ২০১৯
news-image

 

সেলিম সজীবঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৫ বছরের তুলনায় এবারের ফলাফল ভাল হয়েছে। ফলাফল বিশ্লেষণে এমন তথ্য দেখা গেছে। এবছর পাশের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী।

শতভাগ পাশ করেছে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। ১ জনও পাশ করেনি এমন ৩টি প্রতিষ্ঠানের তালিকা রয়েছে।

১ জনও পাশ করেনি এমন ৩টি প্রতিষ্ঠান হলো- কুমিল্লার দাউদকান্দির বজ্রা স্বদিব এসইপি মডেল কলেজ, নোয়াখালীর কোম্পানীগঞ্জ হজারী হাট স্কুল এন্ড কলেজ, নোয়াখালীর হাতিয়া তমরুদ্দিন স্কুল এন্ড কলেজ।

বুধবার (১৭ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান আজকের কুমিল্লাকে-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন