বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৩ দিন ব্যাপী উগ্রবাদ দমনে স্পষ্ট ধারনা প্রদান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ১৩, ২০১৯
news-image

 

 

স্টাফ রিপোর্টারঃ

কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল  ক্রাইম ইউনিট(সিটিটিসি) এর তত্ত্বাবধানে জেলা পুলিশ কুমিল্লার সার্বিক সহযোগিতায় ৩ দিন ব্যাপী উগ্রবাদ দমনে স্পষ্ট ধারনা প্রদান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

 

অনুষ্ঠানে কু মিল্লা বিশ্বব্যিালয় (কুবি) উপাচার্য ড. এমরান কবির চৌধুরী বলেছেন, কুমিল্লা জেলা পুলিশ ক্ষমতার চেয়ে মানবিকতায় বেশি শক্তিশালী। সারাদেশের চেয়ে কুমিল্লা জেলা পুলিশ ইতিমধ্যেই মান বতার দৃষ্টান্ত স্থাপন করে আলোচিত হয়েছে সারা বাংলাদেশে।

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৭০ হাজার শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ব্যারাক প্রদান করে এবং সার্বিক সহযোগীতার হাত প্রসারিত করে মানবিক মূল্যবোধের পরিচয় দিয়েছে। তাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জেলা পুলিশের কাছে কৃতজ্ঞ থাকবে আজীবন । বুধবার (১৩ই নভেম্বর) কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে এবং কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম(সিটিটিসি)’র তত্ত¡বধানে কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আরআইবিএম আব্দুল হালিম মিলনায়তনে “উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণা বিষয়ক সেমিনারে”র সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিঁনি।

 

কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এনএসআই এর যুগ্ম পরিচালক (কুমিল্লা) জিএম আলীম উদ্দিন, পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল ইসলাম, র‌্যাব ১১ সিপিসি ২ এর ভারপ্রাপ্ত কমান্ডার মুহিতুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এর অধ্যক্ষ প্রফেসর রুহুল আমিন ভূইয়া, নারী নেত্রী পাপড়ি বসু প্রমূখ। সেমিনারের সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন।

আর পড়তে পারেন