শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ১৭ ইঞ্চি পাইপ: আতঙ্ক!

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৭, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মুরাদনগরের নবীপুরেরকান্দা বিলে ড্রেজারে মাটি কাটায় তিন বছর ধরে ঝুলে আছে গ্যাস ট্রান্সলেশন কোম্পানীর দেড়শ ফুট লম্বা ১৭ ইঞ্চি ব্যাসের একটি পাইপ। এতে গ্যাস বিস্ফোরণের আতঙ্কে রয়েছে উপজেলার ৯টি গ্রামের মানুষ।
গ্রামগুলো হলো নবীপুর, নবীপুরেরকান্দা, মধ্যনগর, সোলাপুকুরিয়া, বাহারামেরকান্দা, মুরাদনগর, রহিমপুর, ছিলমপুর, মোচাগড়া।

বাহারামেরকান্দা গ্রামের আনু মিয়ার ছেলে হোসেন মিয়া তিন বছর আগে ড্রেজার মালিকের কাছে জমির মাটি বিক্রি করেন। মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের পাইপটি উন্মুক্ত হয়ে পড়লে স্থানীয়রা বাধা দেয়। কিন্তু হোসেন মিয়া কারো বাধা না মেনে জমির পুরো মাটি খনন করেন।

কৃষক গনি মিয়া বলেন, তিন বছর ধরে গ্যাস পাইপে বিস্ফোরণের ভয়ে বিলের জমিতে চাষ করা বন্ধ হয়ে আছে। পাইপটির ভেতর দিয়ে ৩২ হাজার ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। যদি কোন কারণে পাইপটি বিষ্ফোরিত হয় তবে আশপাশের ৮-১০ গ্রামের মানুষ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।

দেবিদ্বার গ্যাস অফিসের সহকারী ইঞ্জিনিয়ার অতুল কুমার বলেন, নবীপুরেরকান্দায় যে লাইনটি তা বাখরাবাদ গ্যাসের আওতাভূক্ত নয়। লাইনটির মূল অথরিটি গ্যাস ট্রান্সলেশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল)। এখানে আমাদের কিছু করার নেই।

আর পড়তে পারেন