শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ১৪ জুন থেকে ক্যাবল টিভির মাধ্যমে শিক্ষার্থীদের ভিডিও ক্লাস নেয়ার সিদ্ধান্ত

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১১, ২০২০
news-image

 

শাহ ইমরান:
করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ গত মার্চ মাস থেকে বন্ধ রয়েছে। দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায়, শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি যাতে ব্যাহত না হয়, সেজন্য স্থানীয় ক্যাবল টিভির মাধ্যমে , কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে ভিডিও ক্লাস প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৪ জুন থেকে সন্ধ্যা ৭ টা থেকে  নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী এই ক্লাসগুলো সম্প্রচারিত হবে । কুমিল্লা ক্যাবল টিভি , রাজগঞ্জ এবং কুমিল্লা ক্যাবল নেটওয়ার্ক, ঝাউতলার এই দুটি ক্যাবল অপারেটরের মাধ্যমে ক্লাস গুলো সম্প্রচার করা হবে।

এ প্রসঙ্গে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর জানান, “বর্তমানে পুরো বিশ্বেই একই সাথে করোনা ভাইরাস মোকাবেলা এবং প্রাত্যহিক জীবনের অপরিহার্য বিষয় গুলো চলমান রাখা সবার জন্য একটি অন্যতম চ্যালেঞ্জ। সুরক্ষার পাশাপাশি অব্যাহত শিক্ষা কার্যক্রম নিশ্চিত করার জন্যই এই “ডিসট্যান্স লার্নিং” পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা ঘরে বসেই ক্লাস করতে পারবে এবং উপকৃত হবে।”

আর পড়তে পারেন