শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ১২৬ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৫, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার ১৩টি উপজেলায় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১২৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪০ জন, ভাইস চেয়ারম্যান ৪৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩৮জন।

সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম জমা দেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মেঘনা উপজেলা থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আব্দুস ছালাম, ইসলামী ঐক্যজোটের সোহাইল হোসেন মনোনয়ন ফরম জমা দেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

তিতাস উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকার, স্বতন্ত্র প্রার্থী হানিফ ভূঁইয়া। এখানে ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন জমা দেন।

বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগ মনোনীত এএনএম মাইনুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সোহেল সামাদ, বাহাদুরুজ্জামানসহ আটজন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দাখিল করেন।

লাকসাম উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া মনোনয়ন ফরম জমা দেন। এখানে ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন মনোনয়ন দাখিল করেন।

নাঙ্গলকোট উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী সামছুদ্দিন কালু মনোনয়ন ফরম জমা দেন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন ফরম জমা দেন।

মনোহরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী জাকির হোসেন। এখানে ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

ব্রাহ্মণপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগ মনোনীত জাহাঙ্গীর খান চৌধুরী, দলের বিদ্রোহী আবু তাহের। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন ফরম জমা দেন।

চান্দিনা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তপন বকসী ও মুজিবুর রহমান। এখানে ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন মনোনয়ন ফরম জমা দেন।

মুরাদনগর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. আহসানুল আলম সরকার কিশোর, বিদ্রোহী প্রার্থী সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, নাজমা আক্তার। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান দুজন মনোনয়ন ফরম জমা দেন।

দেবিদ্বার উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগ মনোনীত জয়নাল আবেদীন। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

বুড়িচং উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগ মনোনীত অ্যাডভোকেট আবুল হাসেম, বিদ্রোহী প্রার্থী আখলাক হায়দার। এখানে ভাইস চেয়ারম্যান পদে সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়ন ফরম জমা দেন।

চৌদ্দগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী আব্দুস সোবহান ভূঁইয়া হাসান। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বাহার উদ্দিন বাহার ও মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার মনোনয়ন ফরম জমা দেন।

হোমনা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগ মনোনীত রেহেনা মজিদ, বিদ্রোহী প্রার্থী একেএম সিদ্দিকুর রহমান আবুল, রোস্তম আলম স্বপন (স্বতন্ত্র) ও মো. শহিদুল্লাহ (বিদ্রোহী)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট হালিমা, শাহিনুর আক্তার ও রিনা আক্তার মনোনয়ন ফরম জমা দেন।

আর পড়তে পারেন