শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ১০ লাখ ২১ হাজার ৯৯০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২২, ২০১৭
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ১০ লাখ ২১ হাজার ৯৯০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপস্যুল। এ জন্য জেলার ১৭টি উপজেলায় ৫২৭টি কেন্দ্র স্থপন করা হয়েছে। আর এ কাজে জেলাজুড়ে মাঠকর্মী ও স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে ১৫ হাজার ৮১জন।

আগামী ২৩ ডিসেম্বর দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর দ্বিতীয় রাইন্ড অনুষ্ঠিত হবে। ওই ক্যাম্পেইন উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে সকালে এ ওরিণ্টেশন অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে সিভিল সার্জন আরো জানান, কুমিল্লা জেলার মোট জন সংখ্যা ৬২ লাখ ৮৮৪২জন। তাদের মধ্যে ভিটামিন এ ক্যাম্পেইনের আওতায় আছে ১০ লাখ ২১ হাজার ৯৯০ জন শিশু। ওই শিশুদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১ লাখ ২৪ হাজার ৩৭০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৮ লাখ ৯৭ হাজার ৬২০ জন।

এসময় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. শাহাদাত হোসেন, মেডিকেল অফিসার ডা. সুমেন রায়সহ আরো অনেকে।

আর পড়তে পারেন