শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় হোমিও ডাক্তারের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১২, ২০১৯
news-image

 

অনলাইন ডেস্কঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার (১১ জানুয়ারী) বিকেলে হোমিও ডাক্তার কর্তৃক দ্রæত এন্টিবায়োটিক ইনজেকশন পুশ করায় খুশি নামের নয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের হাড়িসর্দার এলাকার নোয়াপাড়া গ্রামের দিনমজুর মো. জাহাঙ্গীর আলমের মেয়ে।

এ ঘটনায় অভিযুক্ত হোমিও ডা. বেলাল হোসেন দোকান ছেড়ে পালিয়ে গেছেন। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে এবং নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত শিশু খুশি ঠান্ডাজনিত সমস্যায় ভুগলে গত বৃহস্পতিবার (১০ জানুয়ারী) বিকেলে চৌদ্দগ্রাম বাজারের হোমিও চিকিৎসালয় তাহের হোমিও হলের ডা. বেলাল হোসেনের চেম্বারে নিয়ে আসলে ডাক্তার সেফট্রোন-৫০০ এমজির ইনজেকশন শিশুটির শরীরে পুশ করে। পরদিন (শুক্রবার) সকালে ১টি এবং একই দিন বিকেলে আরেকটি সেফট্রোন-৫০০ পুশ করে শিশুটির শরীরে। এদিন বিকেলে শিশুটির শরীরে ইনজেকশনটি পুশ করার ৫ মিনিটের মধ্যেই শিশুটি অজ্ঞান হয়ে পড়ে।

তাৎক্ষনিক শিশুটিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। কান্নায় ভেঙ্গে পড়ে নিহত শিশুর মা-বাবাসহ আত্মীয় স্বজনরা।

এব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার নাছির উদ্দিন জানান, শিশু মৃত্যুর খবর শুনে তাৎক্ষনিক আমি ঘটনাস্থল পরিদর্শন করি। নিহত শিশুর পরিবার অভিযোগ দিলে ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান জানান, বিষয়টি আমি শুনেছি। এসময় তিনি আরো বলেন, হোমিও ডাক্তার কর্তৃক এন্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার যৌক্তিকতা নেই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত হোমিও ডাক্তার বেলাল হোসেনের ব্যবহৃত মুঠুফোনে কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

আর পড়তে পারেন