শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় স্বামীর পিটুনিতে স্ত্রীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনায় স্বামীর পিটুনিতে ঝর্ণা বেগম (৩৫) নামে তিন সন্তানের এক জননীর মৃত্যু ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার গল্লাই গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ।

এ ঘটনায় আজ শনিবার নিহতের ভাই আব্দুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
নিহত ঝর্ণা বেগম উপজেলার গল্লাই গ্রামের হাজী আব্দুর রাজ্জাক এর মেয়ে। ১৫ বছর পূর্বে একই গ্রামের মনির হোসেন এর সাথে বিবাহ হয় তার।

স্থানীয় সূত্রে জানা যায়, নসিমন চালক স্বামী মনির হোসেন মাদকাসক্ত। প্রায়ই স্ত্রীর উপর শারীরিক নির্যাতন করতন। গত বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী ঝর্ণা বেগমকে মারধর শুরু করে। প্রতিবেশিরা এসে প্রাথমিকভাবে সামাল দিলেও পরদিন শুক্রবার সকালে আবারো মারধর করে। লোহার রড দিয়ে এলোপাথারী মারধর করার এক পর্যায়ে অচেতন হয়ে পড়ে ঝর্ণা বেগম। পরে তাকে পাশ্ববর্তী চাঁদপুর জেলার কচুয়া উপজেলাধীন এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বিকেলে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল ফয়সল জানান, কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ গল্লাই বাড়ির সামনে ফেলে পালিয়ে যায় স্বামী মনির। শুক্রবার সন্ধ্যায় আমরা খরব পেয়ে রাত ১২টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করি। শনিবার নিহতের ভাই আব্দুর রহমান বাদী হয়ে চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আর পড়তে পারেন