বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় সেনাবাহিনীর কাছ থেকে খাদ্য পেয়ে খুশি মনে ঘরে ফিরছে দিনমজুর-রিকসাচালকরা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২১, ২০২০
news-image

 

ইমতিয়াজ আহমেদ জিতু :
ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমনে সারা পৃথিবী আজ আতংকিত। বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে এ করোনা ভাইরাস। করোনা ভাইরাস  প্রতিরোধে কুমিল্লা জেলা লকডাউন করা হয়েছে। ফলে বেকার হয়ে পড়েছে দিনমজুর-রিকসাচালক-শ্রমিক-গৃহপরিচারিকারা। ফলে যথাযথ ত্রাণ না পেয়ে অনেকে পেটের ক্ষুধা নিবারণের জন্য বের হচ্ছে রাস্তায়। বাংলাদেশ সেনাবাহিনী তাদেরই খুঁজে বের করে খাদ্যসামগ্রী, ইফতার আবার অনেককে নগদ অর্থ দিয়ে বাড়িতে পাঠাচ্ছেন। আবার অনেকের ঘরে ঘরে গিয়ে খাদ্য-ইফতার ও অর্থ  পৌছে দিচ্ছেন সেনাবাহিনী।

গত বেশ কয়েকদিন ধরে সেনাবাহিনী নিখুতভাবে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। ফলে গরীব-অসহায়দের মাঝে ঘরে থাকার  মনোবাসনা বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় সূত্র বলছে, সেনাবাহিনীর মত অন্যরাও যদি এমন নিখুঁতভাবে ত্রাণ বিতরণ করতো তাহলে মানুষ লকডাউন ভেঙ্গে বাইরে বের হতো না।

উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সাবান ২ টি, চাল ১০ কেজি, আলু ৫ কেজি, আটা ২ কেজি, ডাল ২ কেজি, তৈল ১ কেজি, লবন ১ কেজি, ছোলা ১ কেজি, চিরা এক কেজি, খেজুর আধা কেজি ও পেয়াজ ১ কেজি।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলার কুমিল্লা নগরীর ছোটরা, চকবাজার, কাশারীপট্টি, পুরাতন মৌলভীপাড়া, কাটাবিল, হযরতপাড়া, বালুতুপা, বজ্রপুরসহ বিভিন্ন এলাকার অসহায়-নিঃস্ব মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এদের মধ্যে রয়েছে ৬ জন গৃহপরিচারিকা, ২ জন দিনমজুর, ২ জন প্রতিবন্ধি, ৩ জন শ্রমিক, একজন রাজমিস্ত্রী, ৩ জন রিকসাচালক, ৩ জন অসুস্থ্য প্রবীণ বেকার লোকসহ কর্মহীনদের বাসায় এ খাদ্যসামগ্রী পৌছে দেন।

গৃহপরিচারিকা অপরাজিতা (ছদ্মনাম) জানান, করোনা ভাইরাসের কারণে এখন কাজে যেতে না করছে বাসার মালিক। তাই দুবেলা খাবার পাচ্ছি না। আজ সেনাবাহিনীর কাছ থেকে খাদ্য পেলাম। এখন হয়তো আগামী ৯/১০ দিন খেতে পারমো।

রিকসাচালক রহমান (ছদ্মনাম) জানান, পেটের দায়ে রিকসা নিয়ে বের হই। সবাই বলে ত্রাণ দিবে। কিন্তু ত্রাণ আমরা পাই না। আজ সেনাবাহিনী খাদ্য এনে দিল। এখন বাড়িতে থাকমো।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহাবুব আলম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফ আলী, সেনানিবাসের ক্যাপ্টেন সাইফ ।

আর পড়তে পারেন