শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় সঠিক উপায়ে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের খাদ্য দিলেন সেনাবাহিনী

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩১, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীতে  সঠিক উপায়ে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে তাদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে  দিলেন সেনাবাহিনী।

মঙ্গলবার (৩১ মার্চ)  দুপুরে নগরীর কাশারীপট্টি, বজ্রপুর, পুরাতন মৌলভীপাড়া এলাকায় সঠিকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকা বেশ কয়েকজন প্রবাসীর বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দেন সেনাবাহিনীর সদস্যরা । এ সময় তাদের বিষয়ে আশেপাশের মানুষের কাছ থেকে তথ্য নেন কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহাবুব আলম।

খাদ্যসামগ্রী পাওয়া তিন প্রবাসীদের কয়েকজন হলেন, পুরাতন মৌলভীপাড়ার আলী আব্বাসের ছেলে দুবাই প্রবাসী আবুল বাশার, কাশারীপট্টি এলাকার গোলাপ মিয়ার ছেলে মালয়েশিয়া প্রবাসী মোস্তফা কামাল সাক্কু ও বজ্রপুর এলাকার নুরুল ইসলামের ছেলে ওমান প্রবাসী সাইফুল ইসলাম।

কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহাবুব আলম বলেন,  সঠিকভাবে যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন এমন কয়েকজনের বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলেছি এবং খাদ্যসামগ্রী (১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি তেল, ৩ কেজি আলু, ১ কেজি পেয়াঁজ ও তাজা সবজি যেমন লাউ, কুমড়া, ফুলকপি )তাদের পরিবারের হাতে তুলে দিয়েছি। কারণ তাদের হোম কোয়ারেন্টাইন মেনে চলাতে তারা যেমন নিরাপদ থাকছে, তেমনি তাদের পরিবারও নিরাপদ থাকছে। পাশাপাশি সমাজের মানুষও করোনা ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারবে। সর্বোপরি সবাইকে সচেতনভাবে চলতে হবে তাহলেই আমরা করোনামুক্ত থাকতে পারবো।

আর পড়তে পারেন