শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় শুক্রবারে ৯৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু আরও ৫ জনের

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৯, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় শুক্রবারে ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭১ জনে।

আজকের রিপোর্টে নাঙ্গলকোটের ১, দেবিদ্বারের ১ জন, মুরাদনগরের ১ জন, চৌদ্দগ্রামের ১ জন ও দাউদকান্দির ১ জনসহ ৫ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যু সংখ্যা ৭১ জন হলো ।

আজকের রিপোর্টে কোনো সুস্থ্য নেই।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ৪১ জন, আদর্শ সদরে ৮ জন, দেবিদ্বারে ১৩ জন, সদর দক্ষিণে ৩ জন, চৌদ্দগ্রামের ১ জন, লালমাইয়ের ৬ জন, মুরাদনগরে ২ জন, নাঙ্গলকোটের ১৭ জন, দাউদকান্দির ১ জন ও লাকসামের ১ জন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৬৮ জন, মুরাদনগর ২০৬ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৫৮৯ জন, লাকসামে ১৬৯ জন, চান্দিনায় ১৬১ জন, তিতাসে ৬৭ জন, দাউদকান্দিতে ৯৩ জন, বরুড়ায় ৭০ জন, বুড়িচংয়ে ১৩৮ জন, মনোহরগঞ্জ ৫৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৪৯ জন, নাঙ্গলকোটে ১২৬ জন, হোমনায় ৫১ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৫৯ জন, লালমাইয়ে ৩০ জন, চৌদ্দগ্রামে ১৮৯ জন, আদর্শ সদরে ১০৫ জন, মেঘনায় ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৫ হাজার ৪৩৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৪ হাজার ১৯৪ জনের। এর মধ্যে ২ হাজার ৪৭১ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৭১ জন এবং সুস্থ হয়েছে মোট ৬৯৭ জন।

আর পড়তে পারেন