শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় শনিবার ১৩১ জনের করোনা শনাক্ত, রেকর্ডসংখ্যক মৃত্যু ৭ জনের

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২০, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় শনিবারে সর্বোচ্চ ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬০২ জনে।

আজকের রিপোর্টে মনোহরগঞ্জ উপজেলায় ২ জন, বরুড়ায় ২ জন, দেবিদ্বারের ১ জন, মুরাদনগরের ১ জন, চৌদ্দগ্রামের ১ জন ও বুড়িচংয়ে ১ জনসহ ৭ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যু সংখ্যা ৭৮ জন হলো ।

আজকের রিপোর্টে ৫০ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা সিটি করপোরেশনের ৩৩ জন, চৌদ্দগ্রামের ৬ জন ও দেবিদ্বারের ১১ জন।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে- সিটি করপোরেশনে ৩৯ জন, আদর্শ সদরে ৫ জন, সদর দক্ষিণে ৪ জন, বরুড়ায় ৮ জন, চৌদ্দগ্রামের ১২ জন, লালমাইয়ের ৪ জন, মুরাদনগরে ১ জন, নাঙ্গলকোটের ২ জন, দাউদকান্দির ১৮ জন, মনোহরগঞ্জ উপজেলায় ১৯ জন, বুড়িচংয়ে ১ জন, চান্দিনায় ৯ জন, হোমনায় ৫ জন ও তিতাসে ৪ জন।

শনিবার (২০ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ২৬৮ জন, মুরাদনগর ২০৭ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ৬২৮ জন, লাকসামে ১৬৯ জন, চান্দিনায় ১৭০ জন, তিতাসে ৭১ জন, দাউদকান্দিতে ১১১ জন, বরুড়ায় ৭৮ জন, বুড়িচংয়ে ১৩৯ জন, মনোহরগঞ্জ উপজেলায় ৭৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৪৯ জন, নাঙ্গলকোটে ১২৮ জন, হোমনায় ৫৬ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৬৩ জন, লালমাইয়ে ৩৪ জন, চৌদ্দগ্রামে ২০১ জন, আদর্শ সদরে ১১০ জন, মেঘনায় ২৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১৫ হাজার ৮২৭ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১৪ হাজার ৫৭০ জনের। এর মধ্যে ২ হাজার ৬০২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৭৮ জন এবং সুস্থ হয়েছে মোট ৭৪৭ জন।

আর পড়তে পারেন