শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় শনিবারে আরও ৬৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ১৩৩

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৫, ২০২০
news-image

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় শনিবারে নতুন করে আরও ৬৫ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৭৩ জনে।

আজকের রিপোর্টে চৌদ্দগ্রামের ১ জন ও আদর্শ সদরের ১ জনসহ ২ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৩৩ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১১ জন, চৌদ্দগ্রামে ৮ জন, আদর্শ সদরে ৫ জন, বরুড়ায় ২ জন, লালমাইয়ে ৩ জন, লাকসামে ৯ জন, ব্রাহ্মণপাড়ায় ১ জন, দেবিদ্বারে ১২ জন, নাঙ্গলকোটে ৩ জন, হোমনায় ৪ জন, মুরাদনগরে ৫ জন ও মেঘনায় ২ জন।

আজকের রিপোর্টে ১৪ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। আদর্শ সদরের ২ জন, চান্দিনার ৫ জন, নাঙ্গলকোটের ২ জন ও দেবিদ্বারের ৫ জন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪১৯ জন, মুরাদনগর ২৯৮ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৩৮৬ জন, লাকসামে ৩৪৫ জন, চান্দিনায় ২৪০ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৬৬ জন, বরুড়ায় ২০১ জন, বুড়িচংয়ে ২২৬ জন, মনোহরগঞ্জে ১৫০ জন, ব্রাহ্মণপাড়ায় ৭১ জন, নাঙ্গলকোটে ৩৩৮ জন, হোমনায় ৯৬ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৬ জন, লালমাইয়ে ৯৫ জন, চৌদ্দগ্রামে ৪৭৫ জন, আদর্শ সদরে ১৮৮ জন, মেঘনায় ৫৬ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৪ হাজার ৩৭৮ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৪ হাজার ৩৩৯ জনের। এর মধ্যে ৫ হাজার ১৭৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৩৩ জন এবং সুস্থ হয়েছে ৩ হাজার ১১০ জন।

আর পড়তে পারেন