শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় শত বছরের সড়ক কাটল প্রভাবশালী

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৭, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে মৌকরা গ্রামে শত বছরের সরকারি সড়ক রোববার কেটে ফেলেছে এক প্রভাবশালী মহল।
হাসানপুর-মাহিনী সংযোগ সড়কের মাঝে প্রায় ৪০ ফুট রাস্তা কেটে ফেলেছে একই গ্রামের আবুল হোসেন, আবুল খায়ের ও তার লোকজন। রাস্তাটি কাটার সময় সাবেক মেম্বার জালাল ও গ্রামের লোকজন বাধা দিলে তাদেরকে প্রাণ নাশের হুমকি দেয়।

শত বছরের সড়কটি দিয়ে মৌকরা গ্রামের দু’শতাধিক পরিবার, স্কুল কলেজের শিক্ষার্থীরা ও পাশ্ববর্তী তিলিপ, বেতাগাঁও, মগুয়া গ্রামের জনসাধারণ প্রতিনিয়ত যাতায়াত করে।

এ বিষয়ে মৌকরা গ্রামের মাওলানা মোস্তাফিজুর রহমান জানান, জম্মের পূর্বেও এই সড়ক দিয়ে এলাকার লোকজন যাতায়াত করতো। কিন্তু হঠাৎ আবুল হোসেন গংরা লোকজন নিয়ে রাস্তাটি কেটে ফেলে। এতে বাধা দিলে হত্যার হুমকি দেয়।

এ ব্যাপারে অভিযুক্ত আবুল খায়ের বলেন, নকশা অনুযায়ী আমাদের জমি সড়ক পর্যন্ত। এই জন্য কেটে ফেলেছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা বলেন, বিষয়টি জানা নেই। তবে খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর পড়তে পারেন