শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় লাইনচ্যুত ট্রেন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৯, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল রেল স্টেশন এলাকায় ঢাকা এক্সপ্রেস ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সাত ঘণ্টা পর সকাল সাড়ে ৮ টায় ট্রেনটি উদ্ধার করা হয়। এরপরই এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে প্রচন্ড শীতে শিশুসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার সময় নোয়াখালী থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস ট্রেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলার শশীদল রেল স্টেশনের ‘ডাউন আউটার’ সিগনালে পৌঁছালে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর কুমিল্লা রেল স্টেশনে ঢাকাগামী তূর্ণা নিশিতা ও ঢাকা মেইল আটকা পড়ে।

খবর পেয়ে কুমিল্লার লাকসাম ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহাকারী প্রকৌশলী(পথ) লিয়াকত আলী মজুমদার জানান, উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আর পড়তে পারেন