মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় লকডাউন চলাকালে সড়ক পরিদর্শনে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৪, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

করোনার দ্বিতীয় স্রোত রোধে দ্বিতীয় দফা লকডাউন চলছে কুমিল্লা। কুমিল্লা নগরীতে কিছু দোকানপাট খোলা থাকলেও প্রশাসন বন্ধ করে দেয়। কাঁচাবাজার ও ঔষধের দোকান ছাড়া শমিংমল ও সকল মার্কেট বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ছোট ছোট যানবাহন চলাচলও।

বুধবার দুপুরে সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার নগরী বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, এনএসআই কুমিল্লার যুগ্ম পরিচালক জি এম আলিম উদ্দিন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) আজিম উল আহসান সাথে ছিলেন। এছাড়া পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন সড়ক পরিদর্শন করেন।

লকডাউন সর্বাত্মক পালনে বাধ্য করতে নগরীর বিভিন্ন সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত নগরীর বিভিন্ন স্থান পরিদর্শন করছেন।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার অংশে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে দালালদের সহায়তায় পন্যবাহি পরিবহন যাত্রী বহন করছে। এছাড়া মোটরসাইকেলে যাত্রী বহন করতে দেখা গেছে।

 

আর পড়তে পারেন