বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় লকডাউনে বিধিনিষেধ না মানায় মামলা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৫, ২০২১
news-image

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীতে সরকার ঘোষিত ১ম সপ্তাহের কঠোর লকডাউনের ৫ম দিনে সড়কে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। জেলা প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন। সরকারি বিধিনিষেধ না মানায় করেছেন মামলা ও জরিমানা।

এদিকে গত ২৪ ঘন্টায় জেলা প্রশাসন ও উপজেলার নির্বাহী প্রশাসন ৩৯টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে সরকারি বিধিনিষেধ না মানায় ২৬৮টি মামলায় ২৭৯ জনকে ৩লক্ষ ৩৮ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন। এছাড়া ১৯২ জনকে প্রধানমন্ত্রী খাদ্য উপহার প্রদান করা হয়।

সকালে কুমিল্লা নগরী ও উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ টিম টহল দিতে দেখা যায়। দোকানপাট ও শপিংমলগুলো সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আর পড়তে পারেন