শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় রবিবার ৮ উপজেলায় ১৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু একজনের

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৭, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় রবিবার করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩০ জনে।

আজ রবিবার নতুন করে মনোহরগঞ্জ উপজেলায় একজনের মৃত্যুর রিপোর্ট এসেছে । ফলে মৃত্যু সংখ্যা ৪১ জন হয়েছে।

আজ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে হোমনায় ৪ জন,  ব্রাহ্মণপাড়ায়  ৩ জন,  দেবিদ্বারে ৪ জন,  চান্দিনায়  ৩ জন,  মনোহরগঞ্জ উপজেলায় ২ জন,  দাউদকান্দিতে  ১ জন,
তিতাসে  ১ জন,  বরুড়ায় ১ জন।

রবিবার (৭ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ১৯১ জন, মুরাদনগর ১৬৩ জন,কুমিল্লা সিটি কর্পোরেশনে ২৪৩ জন, লাকসামে ১০৩ জন, চান্দিনায় ১২৩ জন, তিতাসে ৩১  জন, দাউদকান্দিতে ৪১ জন,বরুড়ায় ২৯ জন, বুড়িচংয়ে ৯৭ জন, মনোহরগঞ্জ ২৪ জন, ব্রাহ্মণপাড়ায় ৩৩  জন, নাঙ্গলকোটে ৭৩ জন, হোমনায় ২৬ জন, কুমিল্লা সদর দক্ষিণে ৩২ জন, লালমাইয়ে ১২ জন, চৌদ্দগ্রামে ৯৭ জন, আদর্শ সদরে ৭২ জন, মেঘনায় ২১ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জনসহ জেলায় আক্রান্ত মোট ১ হাজার ৪৩০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ১১ হাজার ৯১০ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ১০ হাজার ৩২৮ জনের। এর মধ্যে ১ হাজার ৪৩০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনায় এ যাবৎ মারা গেছে মোট ৪১ জন এবং সুস্থ হয়েছে মোট ২১৭ জন।

 

 

 

 

আর পড়তে পারেন