বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় রবিবারে নতুন করে আরও ৪৪ জনের করোনা শনাক্ত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৬, ২০২০
news-image

নাছরিন আক্তার হীরাঃ

কুমিল্লা জেলায় রবিবারে নতুন করে আরও ৪৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৭ জনে।

আজকের রিপোর্টে নতুন করে সিটি করপোরেশনের ১ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ১৫৬ জন হলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ২ জন, বরুড়ায় ৪ জন, সদর দক্ষিণে ২ জন, নাঙ্গলকোটে ৬ জন, দেবিদ্বারে ১০ জন, মুরাদনগরে ৩ জন, দাউদকান্দিতে ৪ জন, হোমনায় ৭ জন, তিতাসে ১ জন, চৌদ্দগ্রামে ২ জন, চান্দিনায় ২ জন ও মনোহরগঞ্জে ১ জন।

আজকের রিপোর্টে ৭২ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা হলেন সিটি করপোরেশনের ৩১ জন, চান্দিনার ১ জন, মনোহরগঞ্জের ৭ জন, বুড়িচংয়ের ১৪ জন, দেবিদ্বারের ১১ জন ও নাঙ্গলকোটের ৮ জন।

রবিবার (১৬ আগস্ট) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৮ হাজার ৯৮৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৮ হাজার ১৮৮ জনের। এর মধ্যে ৬ হাজার ২৩৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৫৬ জন এবং সুস্থ হয়েছে ৪ হাজার ৭৫৩ জন।

আর পড়তে পারেন