শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় রং মিস্ত্রি ও আয়ার পরিবারের সন্তান তিতাস পেলেন জিপিএ ৫

আজকের কুমিল্লা ডট কম :
মে ১০, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

মা সাকেরা বেগম কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকার অফিসে আয়ার কাজ করেন। বাবা নিজাম হোসেন রং মিস্ত্রি। তাদের পরিবারের সন্তান তিতাস। এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন কুমিল্লা জিলা স্কুল থেকে।

এসএসসি পরীক্ষার ফলাফলের দিন মা সাকেরা বেগম যথা নিয়মে প্রধান শিক্ষিকার অফিস কক্ষের কাজে ব্যস্ত ছিলেন।তারপরে ও চারদিকে তাকাচ্ছেন আর ছেলের ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। বাবা নিজাম হোসেন ছেলের ফলাফলের অপেক্ষায় তীর্থের কাকের মত অপেক্ষা করছিলেন। ভাবছিলেন ছেলে আমার কেমন ফলাফল করবে। অবশেষে কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার চিৎকার করে বলে উঠলেন সাকেরা তোমার ছেলে তিতাস জিপিএ ৫ পেয়েছে। মুহূর্তের মধ্যে চোখ বেয়ে খুশির অশ্রু গড়িয়ে পড়লো সাকেরা বেগমের। মা-বাবা মিলে ছেলে তিতাসকে জড়িয়ে ধরলো। সে এক আবেগপ্রবণ দৃশ্য । সফলতা আসলো দারিদ্রের কষাঘাতে জর্জরিত সাকেরা-নিজামের ঘরে। তিতাস ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়। মা-বাবার দুঃখের দিনগুলোর সমাপ্তি দেখতে চায়।

আর পড়তে পারেন