বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় মেডিসিন কমপ্লেক্সে অভিযান:মেয়াদোত্তীর্ন ঔষধ ও অনুমোদনহীন সেনিটাইজার উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টার:

এন এস আই কুমিল্লার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কুমিল্লা আলেখার চর এলাকায় অবস্থিত মেডিসিন কমপ্লেক্স মার্কেটের এস আলম মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করে অনুমোদনহীন হ্যান্ড সেনিটাইজার ও মেয়াদোত্তীর্ন ঔষধ উদ্ধার করা হয়। এ সময় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার ( ১৮ জুলাই) বিকেলে এস আলম মেডিকেল সেন্টার নামের ঔষধের দোকান ও গোডাউনে জেলা এনএসআই কুমিল্লা কার্যালয়ের যুগ্ম পরিচালক জি এম আলিম উদ্দিন এর নেতৃত্বে ঔষধ প্রশাসন ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে অনুমোদনহীন হ্যান্ড সেনিটাইজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিপুল পরিমান যৌন উত্তেজক ইউনানি ও আয়ুর্বেদ ঔষধ উদ্ধার করা হয়। যৌন উত্তেজক ঔষধ গুলো পরীক্ষার জন্য সেম্পল কালেকশন করে ঔষধ প্রশাসনের মাধ্যমে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করার সিদ্ধান্ত নেয়া হয়। অনুমোদনহীন হ্যান্ড সেনিটাইজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও প্যাকেটিং করার দায়ে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। যৌন উত্তেজক ঔষধ এর ব্যাপারে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহিত হবে।

আর পড়তে পারেন