শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় মিডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় না ফেরার দেশে শিশু প্রীতম

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৫, ২০১৭
news-image

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
ফ্রান্স প্রবাসী অপু আলমের বাগানের প্রীতম আলম অন্তু (৫) নামের সদা
হাসোজ্জ্বল ফুলটি ফুল ঝরে পড়েছে। প্রীতম আর হাসবে না। আব্বু বলে ডেকে
বুকেও যাবে না। বড় ভাই ফাহিমের সাথে আর পুরোঘর হইচই করে মাতাবে না।
সবাইকে কাদিয়ে মাটির নরম বিছানায় চিরকালের জন্য শায়িত হতে যাচ্ছে শিশু
প্রীতম।
শিশু প্রীতমের বাবা ফ্রান্সের পাক্ষিক প্রবাস বাংলার সম্পাদক আলমগীর
হোসেন অপু আলম। মা নাজিয়া আলম প্রবাস বাংলা পত্রিকার প্রকাশক। অপু আলম
কুমিল্লা জেলার সদর দক্ষিণের বাগমারা এলাকার বাসিন্দা। তিনি কুমিল্লা
নগরীর চকবাজার এলাকায় ঈদ উদযাপন করেছিলেন।
জানা যায়, প্যারিস থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে জন্মের পর এই প্রথম
প্রীতম তার বাবা, ভাইয়ের সাথে ছুটে এসেছিলেন প্রিয় মাতৃভূমিতে। ঈদটা
ভালোই কেটেছে। ৪ জুলাই জন্মদিন পালন করে ৫ বছরে পা দিয়েছিল শিশু প্রীতম।
শুক্রবার (১৪ জুলাই) সকালে জ্বরে আক্রান্ত হয় শিশু প্রীতম। জ্বরে
আক্রান্ত হওয়ার পর শুক্রবার সকালে তাকে নেয়া হয় কুমিল্লা নগরীর লাকসাম
রোডের মিডল্যান্ড হাসপাতালে। রক্ত পরীক্ষার জন্য প্রীতমের শরীর থেকে
নেয়া হয় রক্ত । পরীক্ষার ল্যাবে টেকনিশিয়ান না থাকায় সকাল গড়িয়ে দুপুর,
তখনো রিপোর্ট পাওয়ার নাম নেই। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামলে রিপোর্ট আসে
ডাক্তারের কাছে। রিপোর্ট দেখে চিকিৎসক বললেন দ্রুত ঢাকা নিতে হবে ।
ততক্ষণে মৃত্যুর ইশারায় সাড়া দিয়ে এ পৃথিবী ত্যাগ করেছেন শিশু প্রীতম।
রাত সাড়ে ৯ টায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জানালেন প্রীতম
আর নেই।


প্রীতম আর জাগবে না । প্রীতম তার প্রিয় শহর প্যারিসে আর ফিরবে না। কখনো
ফিরে আসবে না প্রিয় মাতৃভূমিতেও। ছুটির বিকালে বাবার সাথে প্রীতম আর
খেলা করবে না ।
প্রীতমের মৃত্যুতে দুনিয়ার সব অন্ধকার ভর করেছে অপুর পরিবারের উপর।
প্রীতমের নিথর দেহের পাশে উপরি হয়ে বসে বড় ভাই ফাহিম ডাকছে , আয় ভাই আয়
খেলবি না । কিন্তু প্রীতমের কাছ থেকে কোন সাড়া পাচ্ছে না বড় ভাই ফাহিম।
প্রীতমের বড় ভাই ফাহিম বুঝতে পারছেনা প্রীতম আবার উঠে দাঁড়াবে কিনা , তার
খেলার সাথী হয়ে প্যারিসে ফিরে যাবে কি না। প্রীতমের কফিনের পাশে ফাহিমের
হতবাক বিহবল তাকিয়ে থাকার এই অনুভূতি কি হাসপাতাল কর্তৃপক্ষের দায়কে সাড়া
দেয়না ?
মিডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষের দায়সারা কর্মকান্ডে প্রীতমের মৃত্যুর
ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে সমালোচনার ঝড়।
মানষিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন প্রীতমের বাবা আলমগীর হোসেন অপু আলম ।
প্রীতমের আতœীয়-স্বজন জানান, হাসপাতাল কর্তৃপক্ষ সঠিক সময়ে চিকিৎসা করলে
আমরা প্রীতমকে হারাতাম না। তারা শুধু অবহেলা করেছে। এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে জানতে মিডল্যান্ড হাসপাতালের টেলিফোনে একাধিকবার কল করলেও কেউ
ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান জানান, প্রীতমের
মৃত্যুর বিষয়টি আজ সকালে জানতে পেরেছি। হাসপাতালের গাফিলতির বিষয়ে কেউ
কোন অভিযোগ এখন পর্যন্ত করেনি। যদি করে তদন্ত কমিটি গঠন করবো। তদন্তে
হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি পরিলক্ষিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
এছাড়া মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলেও আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।

আর পড়তে পারেন