শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় মর্ডান স্কুল ছাত্র মিরন হত্যায় জড়িত প্রধান ২ কিশোর আসামী গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৫, ২০১৯
news-image

 

মহিউদ্দিন ভূইয়াঃ

  কুমিল্লায় আলোচিত স্কুল ছাত্র মিরন হত্যার প্রধান দুই আসামী কিশোর অপরাধী স্কুল ছাত্রকে চট্টগ্রাম নানার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।

হত্যাকান্ডে জড়িত আসামীরা নিজেদের অপরাধ স্বীকার করেছে বলে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া।  সাংবাদিক সম্মেলনে  কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত)  মোঃ সালাহ উদ্দিনসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

আটকৃতরা হলেন কুমিল্লা মর্ডান স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী মোঃ আমিন (১৫) ও অপরজন মোঃ সৌরভ হোসেন পল্টু (১৫)।

উল্লেখ্য গত শবে বরাতের রাতে নামাজ পড়তে যাওয়ার সময় নগরীর কান্দিড়পার এলাকায় বাক-বিতন্ডার জেরে সহপাঠীদের ছুরিকাঘাতে নিহত হয় মিরন (১৬)। সে একই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় নড়েচড়ে বসে মহানগর পুলিশ শুরু হয় অভিযান। সন্ধ্যার পর স্কুল ছাত্রদের বাইক রাইডিংয়ে, আড্ডায় কিংবা অহেতুক ঘোরাফেরা করতে দেখলেই আইনী ব্যবস্থা গ্রহনের ঘোষণা দিয়েছেন কোতোয়ালী মডেল থানা পুলিশ । এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আর পড়তে পারেন