বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বেসরকারি হাসপাতালে ভুয়া নার্সের ছড়াছড়ি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৩, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
বিষয়ভিত্তিক জ্ঞান ও উপযুক্ত প্রশিক্ষণ বিহীন নার্স দিয়ে চলছে কুমিল্লার কিছু সংখ্যক প্রাইভেট হাসপাতাল। তাদের নেই নার্সিং কাউন্সিলের নিবন্ধন। সংশ্লিষ্টদের মতে এসব প্রশিক্ষণ ও নিবন্ধনবিহীন অর্ধশিক্ষিত ব্যক্তি নার্স হিসেবে নিয়োগের ফলে হাসপাতালের রোগীরা তাদের কাছ থেকে কাঙ্খিত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন কি ডাক্তারদের বিভিন্ন নির্দেশনাও তারা সহজে বুঝতে পারেন না। ফলে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীকে ঔষধ দেয়া সহ অন্যান্য বিষয়ে মারাত্মক ভুল হওয়ার আশংকা থাকছেই।

স্বাস্থ্য সেবার সমস্ত শাখায় তাদের অবদানই সবচেয়ে বেশী। তাই এটা একেবারে পরিষ্কার যে, নার্সরাই বেশিরভাগ স্বাস্থ্য সেবা দলগুলোর মেরুদন্ড। তাই সেই নার্সরা হতে হবে শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ। তাদের থাকতে হবে পেশাগত সনদ।

এ ব্যাপারে কুমিল্লার কয়েকটি হাসপাতালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানায়, যাদের নার্সিং কাউন্সিলের রেজিষ্ট্রেশন নাই তাদেরকে এইড নার্স বা সেবিকা সহযোগী হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

কুমিল্লার সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান (১৫-১০-২০১৯) সকালে ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’ ও ‘সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল’ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ আবদুল আউয়াল সরকারকে মুঠোফোনে বলেন, বাংলাদেশ নার্সিং কাউন্সিল অর্ডিনেন্স ১৯৮৩ অনুযায়ী বাংলাদেশ নার্সিং কাউন্সিলের রেজিষ্ট্রেশন/ লাইসেন্স (পেশাগত সনদ) ব্যতিত কোন নার্সকে কোন হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। সুনির্দ্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর পড়তে পারেন