বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বুধবারে আরও ৩০ জনের করোনা শনাক্ত, মৃত্যু বেড়ে ১৩০

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২২, ২০২০
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা জেলায় বুধবারে নতুন করে আরও ৩০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩০ জনে।

আজকের রিপোর্টে কোনো মৃত্যু দেখানো হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ১৩০ জন রইলো।

এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ১৮ জন, আর্দশ সদরে ৩ জন, বুড়িচংয়ে ২ জন, তিতাসে ৬ জন ও হোমনায় ১ জন।

আজকের রিপোর্টে ৬৫ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সিটি করপোরেশনে ২৫জন, বরুড়ায় ৮ জন, সদর দক্ষিণে ১০ জন,
তিতাসে ৩ জন ও লাকসামে ১৯ জন।

বুধবার (২২ জুলাই) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।

উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবিদ্বারে ৪০৪ জন, মুরাদনগর ২৯৩ জন, কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৩৪১ জন, লাকসামে ৩২৯ জন, চান্দিনায় ২৩৬ জন, তিতাসে ১৪৬ জন, দাউদকান্দিতে ১৬৬ জন, বরুড়ায় ১৯৬ জন, বুড়িচংয়ে ২২১ জন, মনোহরগঞ্জে ১৪৯ জন, ব্রাহ্মণপাড়ায় ৭০ জন, নাঙ্গলকোটে ৩২৮ জন, হোমনায় ৯২ জন, কুমিল্লা সদর দক্ষিণে ১৬৫ জন, লালমাইয়ে ৯১ জন, চৌদ্দগ্রামে ৪৬২ জন, আদর্শ সদরে ১৮১ জন, মেঘনায় ৪৮ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন।

সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ২৩ হাজার ৮৮৫ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ২৩ হাজার ৮১৮ জনের। এর মধ্যে ৫ হাজার ৩০ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ১৩০ জন এবং সুস্থ হয়েছে ৩ হাজার ৫০ জন।

আর পড়তে পারেন