শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম ১২ দিন ধরে নিখোঁজ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২৪, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টার :
কুমিল্লার চান্দিনা উপজেলার বীরমুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম (৬৫) গত ১২ দিন ধরে নিখোঁজ। গত ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ হওয়ার পর ১৭ এপ্রিল রফিকুল ইসলামের স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারী সকালে তিনি নিজ বাড়ি চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রাম থেকে চান্দিনা বাজারে আসেন। তারপর থেকে মুক্তিযোদ্ধা রফিকের আর কোন খোঁজ নেই। এভাবে ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ কিংবা আত্মীয় স্বজন কেউ তার সন্ধান পাননি।

তিনি উপজেলার শ্রীমন্তপুর বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন। এ ঘটনায় গত ১৭ ফেব্রুয়ারী চান্দিনা থানায় সাধারণ ডায়েরী করেন তার স্ত্রী নাজমা আক্তার। এছাড়া স্বামীর সন্ধান চেয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি সহ পোস্টার ও মাইকিং করে চলেছেন।

স্ত্রী নাজমা জানান, নিখোঁজ রফিকুল ইসলাম ১২ ফেব্রুয়ারী সকাল বাড়ি থেকে বের হয়ে চান্দিনা বাজারের উদ্দেশ্যে আসেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি বাড়ি ফিরেন নি। কোথায় গেছে বা কে নিয়ে গেছে কিছুই জানি না।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ আবুল ফয়সল জানান, নিখোঁজ ডায়েরী করার পর থেকে আমরা প্রযুক্তির সহয়তায় আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে তদন্ত চলছে।

আর পড়তে পারেন