শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন ৪ জন, মনোনয়ন বাতিল ২৫ জনের

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৬, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার ১৩টি উপজেলায় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১২৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪০ জন, ভাইস চেয়ারম্যান ৪৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩৮জন। বুধবার যাচাই-বাছাই শেষে ২৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন চারজন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন, চৌদ্দগ্রাম উপজেলায় আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, নাঙ্গলকোট উপজেলায় আ’লীগ মনোনীত প্রার্থী সামছুদ্দিন কালু, লাকসাম উপজেলায় আ’লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইউনুস ভূঁইয়া ও মনোহরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী জাকির হোসেন।

বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ১২ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৮ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়।—–

আর পড়তে পারেন