শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বিনা উদ্ভাবিত জাতসমুহ নিয়ে কৃষি কর্মশালা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৩, ২০১৯
news-image

 

আনোয়ার হোসেনঃ

কুমিল্লায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইন্সটিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল তেল জাতীয় ফসলের জাতসমুহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বিনার কুমিল্লা উপকেন্দ্রের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও তিন শতাধিক কৃষক কৃষাণী অংশ নেয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আইয়ুব মাহমুদের (পিপি) সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনার মহাপরিচালক কৃষিবিদ ড. বীরেশ কুমার গোস্বামী, বিশেষ অতিথি ছিলেন, বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোঃ আবদুল মালেক ও ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বিনা কুমিল্লার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃষিবিদ মোসা. সিফাতে রাব্বানা খানম। স্বাগত বক্তব্য রাখেন বিনা কুমিল্লা বৈজ্ঞানিক কর্মকর্তা আবদুর রাকিব। কর্মশালা শেষে কৃষক কৃষাণীদের নিয়ে বিনা কুমিল্লার গবেষণার মাঠে বিনার বিভিন্ন জাত চাষের উপর হাতে কলমে শিক্ষা দেয়া হয়।

আর পড়তে পারেন