বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বিনামূল্যে ভ্রাম্যমান চিকিৎসাসেবা চালু করেছে সেনাবাহিনী

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় বিভিন্ন স্থানে বিনামূল্যে ভ্রাম্যমান চিকিৎসাসেবা চালু করেছে বাংলাদেশ সেনাবাহিনী, কুমিল্লা এরিয়া।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত কুমিল্লা নগরের কান্দিরপাড় টাউনহল মাঠ, ইপিজেড ও কালিয়াজুড়িতে প্রায় ৫ শত রোগীকে নিরাপদ দূরত্বে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোগিদের চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ ক্যাপ্টেইন আয়েশা সিদ্দিকী। এ সময় তাকে সহযোগিতা করেন আরো ৫/৬ জন।

সেনাবাহিনীর ৩৫ ফিল্ড এ্যাম্বুলেন্স টিমের আয়োজনে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু করে সেনাবাহিনী। সেখানে দুস্থ অসহায়সহ সর্বসাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সরবরাহ করছেন সেনাসদস্যরা।

৩৫ ফিল্ড অধিনায়ক কর্ণেল মো: নাজমুল হুদা খান জানান, কুমিল্লা জেলাসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলায় সেনাবাহিনীর ৮টি ভ্রাম্যমান মেডিকেল টিম স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌছেঁ দিতে কাজ করছে । যারা অতি প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তারাই এ সেবা পাচ্ছেন। এছাড়া গুরুত্বপূর্ন এলাকাগুলোতে আমরা যাচ্ছি যেখানে দিনমজুর, পথশিশু, অসহায়রা আছেন তাদের সেবা দিচ্ছি।

আর পড়তে পারেন