শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বাজার তদারকিকালে চার প্রতিষ্ঠানকে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৪, ২০২০
news-image

 

মাছুম কামালঃ

কুমিল্লায় বাজার তদারকি অভিযান চলাকালে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা।

জানা গেছে, আজ রবিবার (৪ অ‌ক্টোবর) জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের কু‌মিল্লা জেলা প্রশাস‌নের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে সদ‌রের রাজগঞ্জ, চকবাজার ও ঝাউতলা এলাকায় এ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হ‌য়।

এ সময় ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে অ‌ধিদপ্ত‌রের প্রশাস‌নিক এখ‌তিয়া‌রে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় ৪টি প্র‌তিষ্ঠান‌কে ২৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়। অ‌ভিযা‌নের সময় দোকানী‌দের ন্যায্যমূ‌ল্যে পণ্য বি‌ক্রি কর‌তে, পাকা ক্রয় র‌সিদ সংরক্ষণ কর‌তে, খা‌দ্যে নি‌ষিদ্ধ দ্রব্য না মেশা‌তে, দৃশ্যমান স্থা‌নে মূল্য তা‌লিকা প্রদর্শন কর‌তে নি‌র্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপ‌জেলা স্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ, জেলা পু‌লি‌শের এক‌টি টিম, সং‌শ্লিষ্ট বাজার ব্যবসায়ী স‌মি‌তির প্র‌তি‌নি‌ধি সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

আর পড়তে পারেন