শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপিত

আজকের কুমিল্লা ডট কম :
মে ৮, ২০১৮
news-image

 

তানজিনা রুমকী:

দিনের শুরুতে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে “হৃদয়ে রবীন্দ্রনাথ” ভাস্কর্যে পুষ্পস্তবক দিয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লার জেলা প্রশাসক জনাব মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার জনাব শাহ আবিদ হোসেন, জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা কালচারাল কমপ্লেক্স, নজরুল একাডেমি, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ কুমিল্লা, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, সারেগামাপা কুমিল্লা, কুমিল্লা জিলা স্কুল, নবান ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, ফরিদা বিদ্যায়তন, মডার্ন স্কুল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলাপ্রশাসক, কুমিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপপরিচালক, স্থানীয় সরকার মোঃ আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তানভির সালেহীন ইমন, প্রফেসর আমির আলী, প্রফেসর শান্তিরঞ্জন ভৌমিক, জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মজিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ। আলোচনা সভার পর জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত রবীন্দ্র সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অতঃপর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আবৃত্তিশিল্পী মাহতাব সোহেলের উপস্থাপনায় সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন ডা. মল্লিকা বিশ্বাস, একরামুল হক, শিপ্রা সরকার, ফাতিহা বিনতে বশির, জ্যোতি সূত্রধর, জেলা শিল্পকলা একাডেমি সংগীত ও নৃত্যদল।

আর পড়তে পারেন