শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বন বিভাগের অভিযানে কাঠভর্তি ট্রাক জব্দ

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৮, ২০১৮
news-image
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় দুই লাখ টাকার চোরাই কাঠসহ একটি ট্রাক জব্দ করেছে কুমিল্লা জেলা বন বিভাগ। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার এলাকায় ট্রাকসহ কাঠগুলো জব্দ করা হয়।

জেলা বনবিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী বাজারে ঢাকামুখী মেট্রো-উ-১২-১৩৭০ ট্রাককে সঙ্কেত দিলে চালক ট্রাকটি সড়কের পাশে থামিয়ে পালিয়ে যায়। পরে কুমিল্লা সামাজিক বন বিভাগের নির্দেশে মো. তোষাররফ হোসেন, ফরেস্টার মো. শাহজাহান ও মো. আলী নোয়াজসহ সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের একাধিক কর্মকর্তা ট্রাকে তল্লাশি করে গামার এবং আকাশমনিসহ দুই লাখ টাকার কাঠ জব্দ করে।

কুমিল্লা জেলা বন বিভাগের কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই লাখ টাকার কাঠসহ ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটা মামলা হয়েছে। চোরাই কাঠসহ ট্রাক আটক করে জেলা বন বিভাগে রাখা হয়েছে।

আর পড়তে পারেন